ফরেক্স এর সংজ্ঞা নিয়ে আরও একটু আলোচনা

"ফরেন এক্সচেঞ্জ" মার্কেট, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় "ফরেক্স" নামে, অথবা, আরও সহজভাবে বলা যায় "FX" মার্কেট- হোল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ট্রেড করা ও ট্রেডার সমৃদ্ধ ফাইনেন্সিয়াল মার্কেট।
এই মার্কেট দিনের ২৪ ঘণ্টা ও সপ্তাহের পাঁচ দিন ই ওপেন থাকে। তারমানে, আপনি যেকোনও সময় ট্রেড করতে পারছেন। পৃথিবীর সবচেয়ে লিকুইডিটি ও ভলাটাইল মার্কেট হোল ফরেক্স মার্কেট। যাইহোক, শেষ দুই বাক্যে যা বললাম তার মানে এই না যে আপনি সারা দিন ই ট্রেড করবেন। ট্রেড করার জন্য কিছু সময় আছে, যে  সময়ে ট্রেড করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, যা পরবর্তী কোনও এক পোস্ট এ বিস্তারিত আলোচনা করা হবে। 

2 comments:

  1. সব ব্লগেই ফরেক্স নিয়ে বেশ আলোচনা দেখছি কিন্তু কোথাও ব্রকার নিয়ে তেমন আলোচনা দেখছি না। আমি OctaFX এ ৮ ডলার ফ্রি মানি পেয়ে একটা একাউন্ট খুলেছি। তাই দয়া করে এটা সম্পর্কে একটা পোস্ট দিবেন।

    ReplyDelete
  2. আপনারা এত কষ্ট করে ব্লগ গুলাতে ফরেক্স নিয়ে আলোচনা করেন বলেই আমরা নতুন রা বাংলা ভাষায় খুব সহজেই ফরেক্স শিখতে পারছি। তবে, ব্রোকারের ভাল খারাপ দিকগুলা নিয়ে বেশী আলোচনা করলে আমরা এই মার্কেটে সচেতনতার সাথে মুভ করতে পারতাম। OctaFX এর ট্রেড করছি ৮ মাস ধরে। তাদের সাপোর্ট, সার্ভিস এবং সিকিউরিটি দেখে আমি সত্যিই মুগ্ধ। এবং ট্রেডিং করেও বেশ শান্তি পাচ্ছি। একটা ডেমো কন্টেস্টে জয়ী হয়ে কিছু ডলার বোনাস পাই এবং সেটা দিয়েই OctaFX এ আমার ট্রেডিংয়ের যাত্রা শুরু হয়।

    ReplyDelete