Long - ক্রয় করা- Buy
Short- বিক্রয় করা-Sell
Bullish- আপট্রেনড, আপট্রেনডে থাকা ট্রেড, ঊর্ধ্বমুখী
Bearish-ডাউন ট্রেনড, ডাউন ট্রেনডে থাকা ট্রেড, নিম্মমুখি
Indicator- যা মার্কেট সম্পর্কে তথ্য প্রদান করে, যা ভবিষ্যৎ বানী করে, যা অর্থনীতির অবস্থা সম্পর্কে
ইঙ্গিত দেয়, মুদ্রাস্ফীতি, সুদ, এবং অন্যান্য সম্পর্কে তথ্য প্রদান করে।
Chart- চার্ট হোল আগের প্রাইস একশন যা গ্রাফের মাধ্যমে চোখের সামনে উপস্থিত করে।
Commodity- পণ্য, যেমন, খাদ্য, মেটাল প্রভৃতি।
Expert Adviser- রোবট প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করতে পারে।
Pips- দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে।
Pipettes- কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটিস।
Lot- একসাথে কতগুলো শেয়ারের সমষ্টি। সাধারণত ১০০ ইউনিটের সমষ্টি কে বুজায়।
তবে ১০০০০ ও ১০০০০০ ইউনিটের লট ও রয়েছে। ব্রোকার অনুযায়ী ইউনিটের পার্থক্য হয়।
Loss- মনে হয় না অর্থ বলতে হবে ! খেলে টের পাবেন !
Profit- এইটাও পেলে টের পাবেন !
Long-term- অধিক সময়। সাধারনত, বন্ডের ক্ষেত্রে বোজায়, ১০ বছরের অধিক সময়।
Leverage- মূল ব্যালেন্সের অতিরিক্ত নিয়ে ট্রেড ওপেন করলে, অতিরিক্ত যে সুবিধা পাওয়া যায় তাকে লিভারেজ বলে।
Margin- লিভারজের মতো। কতটুকু লিভারেজ ব্যাবহার করা হয়েছে তা মারজিন এর রেশিও দ্বারা বোজা যায়।
Spread- ব্রোকারের কমিশন। ট্রেড ওপেন করলেই দেখা যায় ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়েছে। এটাকেই স্প্রেড বলে।
ফরেক্স ব্রোকারে একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি, কমিশন বা চার্জ হিসেবে ব্রোকার কেটে নেয়।
Ask Rat- যে রেটে বিক্রির জন্য অফার করা হয়।
Bid Rate- যে রেটে একজন ট্রেডার কোন কারেন্সি ক্রয়ের জন্য ইচ্ছা করে।
Base Currency- যে কারেন্সি দিয়ে একজন ট্রেডার তার ফরেক্স আকাউনট সংরক্ষণ করে। সাধারণত অ্যামেরিকান ডলার
বিশ্ব জুড়ে বেইস কারেন্সি হিসেবে বেবহারিত হয়।
Broker- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বা যারা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যস্থকারবারি হিসেবে কাজ করে এবং সার্ভিস চার্জ নেয়।
Chartist- কোন ব্যাক্তি, যে চার্ট ও গ্রাফ ব্যাবহার করে, ট্রেনড খুজে পেতে পূর্বের ডাটা ব্যাখ্যা করে, এবং ভবিষ্যৎ সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ভবিষ্যতবাণী করতে পারে। এদেরকে টেকনিক্যাল ট্রেডার ও বলা হয়।
Choice Market- যে মার্কেটে স্প্রেড নেই। এক প্রাইজেই সকল বায় এবং সেল সংঘটিত হয়।
Commission Fee- ট্রান্সজেক্সন খরচ, যা ব্রোকার কেটে নেয়।
Currency Rate- কোন কারেন্সি একচেঞ্জ করার সময় মূল্য পরিবর্তনের সম্ভাব্যতা।
US Prime Rate- যে রেটে অ্যামেরিকান ব্যাংকগুলো তাদের প্রাইম কর্পোরেট কাস্টমারদের লোন দেয়।
আমি অনেক দিন ধরেই এরকম একটি পোস্ট খুজে আসছিলাম কিন্তু পাইনি। অবশেষে আজ পেলাম। যদিও ব্রকার এর ব্যাপার টা অনেক বিশাল কারন আমি দির্ঘদিন ধরে OctaFX এ ট্রেড করে আসছি তারপরও আপনার লেখাটা যুক্তিসংগত " ব্রকার-কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বা যারা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যস্থকারবারি হিসেবে কাজ করে এবং সার্ভিস চার্জ নেয়।"
ReplyDeleteদিন যত যায়, আমি ততই ফরেক্স নতুন কিছু শিখছি। আজ আপনার পোষ্ট টা থেকে বেশ কিছু ব্যাপার নতুন করে শিখতে পারলাম। এতদিন ধরে ট্রেড করলেও লটের ব্যাপারটা ভালোভাবে বুঝতাম না আমি। তবে আজকে আপনার এই পোষ্ট থেকে পরিষ্কার ধারণা পেয়ে গেলাম। OctaFX এর ট্রেড কারার সুবিধার্তে প্রতিনিয়তই আমি আমার ট্রেডিং ক্যারিয়ারকে Profits এ রুপান্তরে সফলতাম সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফ্রী এনালাইসিস থেকে শুরু করে, নানা ব্যাপারে আমার ব্রোকার আমাকে বেশ ভালো সাপোর্ট দেয়।
ReplyDeleteচমৎকার একটি পোস্ট। এখান থেকে নতুন অনেক কিছু শিখতে পারলাম। ফরেক্স সম্পর্কে আমার আরো জানার ইচ্ছে আছে। বই ডাউনলোড করে দেখি কি করা যায় এখান থেকে।
ReplyDeleteফাইন
ReplyDelete