এক কথায় বললে বলা যায় যে আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রা কেনা বেচা করা। কিন্তু আমরা এক কথায় সীমাবদ্ধ থাকবো না । কারণ আমরা অনেক জানতে এখানে এসেছি। আপনি যদি এখানে এসে থাকেন তারমানে সতর্কতা বানী ও নিশ্চয় পড়ে এসেছেন ! ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। ফরেক্স মার্কেট অনেক তা শেয়ার বাজার এর মতো কিন্তু শেয়ার বাজার এর চেয়ে আরও অনেক বেশি বিস্তৃত। যারা শেয়ার কেনা বেচা করেন, তারা একটি দামে শেয়ার ক্রয় করে এবং ওই দামের উপরে মূল্য উঠলে তারা ওই শেয়ার বিক্রয় করে দিয়ে প্রফিট করেন। কিন্তু আমরা ফরেক্স এ ক্রয় করে এবং বিক্রয় করে উভয় উপায়েই লাভবান হতে পারি। শেয়ার এর কোন জোড়া নেই। কিন্তু ফরেক্স এ একটা কারেন্সি এর সাথে আরেকটা কারেন্সির পেয়ার গঠন করা হয়। একটা উদাহরণ দেই। মনে করেন আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, সুইজারল্যান্ড এর কারেন্সি হচ্ছে ফ্রাঙ্ক । ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে ফ্রাঙ্ক অথবা ফ্রাঙ্ক বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা ফ্রাঙ্ক ছাড়া ও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।
আরও বিস্তারিত পরবর্তী পোস্টসমূহে।
আরও বিস্তারিত পরবর্তী পোস্টসমূহে।
বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করে অর্থ আয়ের সিস্টেমই মূলত ফরেক্স ট্রেডিং। এখানে আমরা এক দেশের বিপরীতে অন্য দেশের কারেন্সি কিনে থাকি এবং মূল্য বেড়ে গেলে সুন্দর করে সেটা বিক্রি করে দিয়ে লাভবান হবার চেষ্টা করি। এই তো, ফরেক্স ট্রেডিংয়ের একদম সহজ সংজ্ঞা। আর এই প্লাটফর্ম থেকে লাভবান হবার জন্য আমি OctaFX কেই মূলত বেছে নিলাম। ব্রোকার টাতে Ne Deposit Bonus দিয়ে ট্রেড করে এখন বেশ লাভ করচি নিয়মিত। এখন দেখি, সফলতা অর্জনে কতদূর যেতে পারি।
ReplyDelete