ফরেক্স অভিধান




Long - ক্রয় করা- Buy
Short- বিক্রয় করা-Sell
Bullish- আপট্রেনড, আপট্রেনডে থাকা ট্রেড, ঊর্ধ্বমুখী
Bearish-ডাউন ট্রেনড, ডাউন ট্রেনডে থাকা ট্রেড, নিম্মমুখি
Indicator- যা মার্কেট সম্পর্কে তথ্য প্রদান করে, যা ভবিষ্যৎ বানী করে, যা অর্থনীতির অবস্থা সম্পর্কে

ইঙ্গিত দেয়, মুদ্রাস্ফীতি, সুদ, এবং অন্যান্য সম্পর্কে তথ্য প্রদান করে।

Chart- চার্ট হোল আগের প্রাইস একশন যা গ্রাফের মাধ্যমে চোখের সামনে উপস্থিত করে।
Commodity- পণ্য, যেমন, খাদ্য, মেটাল প্রভৃতি।
Expert Adviser- রোবট প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করতে পারে।
Pips- দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে।
Pipettes- কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটিস।
Lot- একসাথে কতগুলো শেয়ারের সমষ্টি। সাধারণত ১০০ ইউনিটের সমষ্টি কে বুজায়।
তবে ১০০০০ ও ১০০০০০ ইউনিটের লট ও রয়েছে। ব্রোকার অনুযায়ী ইউনিটের পার্থক্য হয়।

Loss- মনে হয় না অর্থ বলতে হবে ! খেলে টের পাবেন !
Profit- এইটাও পেলে টের পাবেন !
Long-term- অধিক সময়। সাধারনত, বন্ডের ক্ষেত্রে বোজায়, ১০ বছরের অধিক সময়।
Leverage- মূল ব্যালেন্সের অতিরিক্ত নিয়ে ট্রেড ওপেন করলে, অতিরিক্ত যে সুবিধা পাওয়া যায় তাকে লিভারেজ বলে।
Margin- লিভারজের মতো। কতটুকু লিভারেজ ব্যাবহার করা হয়েছে তা মারজিন এর রেশিও দ্বারা বোজা যায়।
Spread- ব্রোকারের কমিশন। ট্রেড ওপেন করলেই দেখা যায় ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়েছে। এটাকেই স্প্রেড বলে।
ফরেক্স ব্রোকারে একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি, কমিশন বা চার্জ হিসেবে ব্রোকার কেটে নেয়।

Ask Rat- যে রেটে বিক্রির জন্য অফার করা হয়।
Bid Rate- যে রেটে একজন ট্রেডার কোন কারেন্সি ক্রয়ের জন্য ইচ্ছা করে।
Base Currency- যে কারেন্সি দিয়ে একজন ট্রেডার তার ফরেক্স আকাউনট সংরক্ষণ করে। সাধারণত অ্যামেরিকান ডলার
বিশ্ব জুড়ে বেইস কারেন্সি হিসেবে বেবহারিত হয়।

Broker- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বা যারা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যস্থকারবারি হিসেবে কাজ করে এবং সার্ভিস চার্জ নেয়।
Chartist- কোন ব্যাক্তি, যে চার্ট ও গ্রাফ ব্যাবহার করে, ট্রেনড খুজে পেতে পূর্বের ডাটা ব্যাখ্যা করে, এবং ভবিষ্যৎ সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ভবিষ্যতবাণী করতে পারে। এদেরকে টেকনিক্যাল ট্রেডার ও বলা হয়।
Choice Market- যে মার্কেটে স্প্রেড নেই। এক প্রাইজেই সকল বায় এবং সেল সংঘটিত হয়।
Commission Fee- ট্রান্সজেক্সন খরচ, যা ব্রোকার কেটে নেয়।
Currency Rate- কোন কারেন্সি একচেঞ্জ করার সময় মূল্য পরিবর্তনের সম্ভাব্যতা।
US Prime Rate- যে রেটে অ্যামেরিকান ব্যাংকগুলো তাদের প্রাইম কর্পোরেট কাস্টমারদের লোন দেয়।

লিভারেজ কি ???

লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।

ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।

ভালোই তো .... যদি ২০০ গুন পর্যন্ত লোন পাই, তাহলে নিবো না কেন? স্টক মার্কেটে তো ১:২ লোনই দিতে চায় না।

ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন, ১:১ , মানে কোন লোন নিবেন না। সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না। ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে। সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে। সাধারনত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন ১০০-৩০০ পিপস মুভ করে।

তো আপনি ভাবলেন, লোন নিবেন ও আরও বড় ট্রেড ওপেন করবেন যাতে লাভ বেশি হয়। আপনাকে যদি কোন ব্রোকার ১:২০০ লিভারেজ অফার করে, তাহলে আপনি ইচ্ছা করলে ১০ ডলার দিয়ে ২০০০ ডলার ট্রেড করতে পারবেন। আর তাই, আগে যা লাভ হতো, এখন তার থেকে ২০০ গুন বেশি লাভ হবে। একইভাবে, আগে যা লস হতো, আপনি যদি ১:২০০ লিভারেজ এর পুরো ব্যাবহার করেন, লসও তার ২০০ গুন বেশি হবে। যদি আগে মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে ১ ডলার লাভ হতো, এখন তাহলে ২০০ ডলার লাভ হবে।

ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে। লাভ হলে তো ভালোই, লস এর ক্ষেত্রে আপনার লস যদি কোন সময় আপনার ক্যাপিটাল এর সমান হয়, তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোন অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে, তার থেকে বেশি লসে আপনার ট্রেড চলতে দিবে না। এইটাকে ফরেক্সে মার্জিন কল বলে, বাংলাদেশের শেয়ার মার্কেটে বলে ফোর্সড সেল।

ভাই, এইটা তো ভয়ানক কথা বললেন! বেশি লিভারেজ ব্যাবহার করে ট্রেড ওপেন করতে গিয়ে আমার লস যদি ক্যাপিটাল এর সমান হয়, তাহলে কি ফতুর হয়ে যাব নাকি?

সোজা বাংলা কথায়, হ্যা! সুতরাং, লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনই ব্যালেন্স এর অনুপাতে বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল দুই গুন, তিন গুন করা সম্ভভ। ভাগ্য থাকলে অবশই সম্ভব। কিন্তু এভাবে ঝুকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে।

লিভারেজ সম্পর্কে আরও বিস্তারিত রয়েছে ফরেক্স এডভান্স এ।

ফরেক্স এর সংজ্ঞা নিয়ে আরও একটু আলোচনা

"ফরেন এক্সচেঞ্জ" মার্কেট, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় "ফরেক্স" নামে, অথবা, আরও সহজভাবে বলা যায় "FX" মার্কেট- হোল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ট্রেড করা ও ট্রেডার সমৃদ্ধ ফাইনেন্সিয়াল মার্কেট।
এই মার্কেট দিনের ২৪ ঘণ্টা ও সপ্তাহের পাঁচ দিন ই ওপেন থাকে। তারমানে, আপনি যেকোনও সময় ট্রেড করতে পারছেন। পৃথিবীর সবচেয়ে লিকুইডিটি ও ভলাটাইল মার্কেট হোল ফরেক্স মার্কেট। যাইহোক, শেষ দুই বাক্যে যা বললাম তার মানে এই না যে আপনি সারা দিন ই ট্রেড করবেন। ট্রেড করার জন্য কিছু সময় আছে, যে  সময়ে ট্রেড করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, যা পরবর্তী কোনও এক পোস্ট এ বিস্তারিত আলোচনা করা হবে। 

ফরেক্স কি ?

এক কথায় বললে বলা যায় যে আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রা কেনা বেচা করা। কিন্তু আমরা এক কথায় সীমাবদ্ধ থাকবো না । কারণ আমরা অনেক জানতে এখানে এসেছি। আপনি যদি এখানে এসে থাকেন তারমানে সতর্কতা বানী ও নিশ্চয় পড়ে এসেছেন ! ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। ফরেক্স মার্কেট অনেক তা শেয়ার বাজার এর মতো কিন্তু শেয়ার বাজার এর চেয়ে আরও অনেক বেশি বিস্তৃত। যারা শেয়ার কেনা বেচা করেন, তারা একটি দামে শেয়ার ক্রয় করে এবং ওই দামের উপরে মূল্য উঠলে তারা ওই শেয়ার বিক্রয় করে দিয়ে প্রফিট করেন। কিন্তু আমরা ফরেক্স এ ক্রয় করে এবং বিক্রয় করে উভয় উপায়েই লাভবান হতে পারি। শেয়ার এর কোন জোড়া নেই। কিন্তু ফরেক্স এ একটা কারেন্সি এর সাথে আরেকটা কারেন্সির পেয়ার গঠন করা হয়। একটা উদাহরণ দেই। মনে করেন আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, সুইজারল্যান্ড এর কারেন্সি হচ্ছে ফ্রাঙ্ক । ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে ফ্রাঙ্ক  অথবা ফ্রাঙ্ক বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা ফ্রাঙ্ক  ছাড়া ও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।
 আরও বিস্তারিত পরবর্তী পোস্টসমূহে। 

ফরেক্স শিখা শুরু করা করার পূর্বে কিছু কথা(সতর্কতা বানী বলা চলে)

প্রকৃত অর্থেই আপনি ফরেক্স শিখতে চান ? ফরেক্সে ট্রেড এর মাধ্যমে উপার্জন করতে চান ?

যদি উত্তর হ্যাঁ হয় তবে মিলিয়ে দেখুন তো এই গুন গুলো আপনার মধ্যে আছে কিনা !
--- ধৈর্য
--- অদ্ধাবসায় করার ক্ষমতা
--- চিন্তা করার ক্ষমতা
--- কোন বিষয় ভালোভাবে বিশ্লেষণ করার ক্ষমতা
--- পরিশ্রম করার মন-মানসিকতা ও সামর্থ্য
--- ত্যাগ করার ক্ষমতা
--- লোভ সামলানোর ক্ষমতা
--- কোন বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা
--- নিজের ক্ষতি মেনে নেওয়ার ক্ষমতা
--- অপরকে সহযোগিতার মনোভাব


আসুন আমরা কিছু বিষয় আলোচনার মাধ্যমে বিস্তারিত বলার চেষ্টা করি। আপনারাও প্রয়োজনে কিছু অ্যাড করুণ যদি কিছু মিস হয়ে থাকে।

আপনাকে ট্রেড এ নামতে মিনিমাম ৬-৮ মাস ধৈর্য ধরে ট্রেড শিখতে হবে। হয়তো ২-৩ মাসের মাথায় আপনার মনে হবে, বাহ! আমি ভালই তো পারি। রিয়েল এ নেমে যাই!
এর সাজেশন হবে, না!
কেন ?
প্রথমেই বলেছি আপনাকে ধৈর্য ধরে ৬-৮ মাস শিখতে হবে। প্রচুর প্র্যাকটিস আর অদ্ধাবসায় করতে হবে। ৬-৮ মাসে যে আপনি পরিপূর্ণ ট্রেডার হয়ে যাবেন তা কিন্তু না। আপনার পরিপূর্ণ ট্রেডার হতে মিনিমাম ২-৪ বছর লাগতে পারে। কিন্তু ৬-৮ মাসের মাথায় আপনি কিছু কিছু প্রফিট ইনকাম করার ক্ষমতা পাবেন। অর্থাৎ আপনার যোগ্যতা হবে।
প্রচুর জুক্তি-বিস্লেসনমূলক চিন্তা-ভাবনা করে ট্রেড করতে হবে। এবং ট্রেড এর অবস্থা আপনি বিভিন্ন এঙ্গেলে বিশ্লেষণ করে তারপর ট্রেড করবেন। আর এইগুলো আপনি প্রথমে অনেক দিন আপনার ডেমো এ/সি তে টেস্ট করে নিবেন । ডেমো ১০০% ফুল ফিল সাকসেস হবার পর ও আরও কিছু দিন ডেমো করুণ। তারপর রিয়েল এ কনভার্ট হতে পারেন ।
অনেক সময় ভালো লাভ এর ট্রেড হাত ছানি দিতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে তা, কিন্তু প্রকৃত অর্থে তা না। সেই ক্ষেত্রে আপনাকে লোভ সামলানোর ক্ষমতা থাকতে হবে ।
স্কেল্পিং করলে হয়তো ঠিক আছে। কিন্তু যদি লং টার্মে ট্রেড করতে যান তবে ভেবে চিন্তে যাবেন।
সমসময় যে প্রফিট করবেন তা না । যদি কোন ট্রেড ভুল হয়ে থাকে এবং লস এর শিখার হন তবে সে লস মানসিকভাবে ও ফাইনেন্সিয়াল ভাবে মেনে নেওয়ার ক্ষমতা যেন আপনার থাকে সেই দিকে নজর দিবেন।
অপরকে সহযোগিতার মাধ্যমে আপনার ট্রেড আরও বেশি সফল হবার সম্ভাবনা বেশি। কিভাবে ?
আপনি যখন অপরকে যে বিষয়ে বোজাবেন সে বিষয় এ আপনারও ততটা জ্ঞান অর্জন করতে হবে। আর যাকে বুজাবেন সে আপনাকে প্রশ্ন করতে পারে। এমন প্রশ্ন ও করতে পারে হয়তো যার উত্তর আপনার জানা নেই। আপনাকে প্রশ্নের উত্তর খুজতে হবে, এবং পেলে আপনারও জানা হয়ে গেলো। তার উপর, সকলের দৃষ্টিভঙ্গি এক না। আপনি যে দৃষ্টিভঙ্গি দ্বারা একটি বিষয় দেখছেন অপরজন হয়তো অন্য ভাবে দেখছেন । তো এভাবে পারস্পারিক আলোচনা ও বোজানোর মাধ্যমে অনেক কিছু ই নোতুন ভাবে শিখা যায়। আর অপরকে সাহায্য করে আপনি অনেক দোয়া পাবেন, যা পরবর্তীতে আপনার একধরণের পুজি হয়ে থাকবে।
প্রচুর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে। পরিশ্রম করে শিখলে সে শিখা সহজে মন থেকে যায় না।
আপনি যদি ট্রেড ভালোভাবে না শিখেই রিয়েল ট্রেড এ নেমে যেতে চান, তবে আমার অনুরধ থাকবে টাকাটা এভাবে নষ্ট না করে কোন দরিদ্র মানুষ অথবা দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেন। তাতে অনেকেরই উপরকার হবে। এমনকি আপনার ও।

আমার কথায় হয়তো ভুল থাকতে পারে। যদি থাকে ধরিয়ে দিবেন, আমি শুধরিয়ে নেবো । আমিও নোতুন লার্নার । আমি মনে করি পারস্পারিক আলোচনার মাধ্যমে অনেক কিছুই শিখা ও শিখানো যায়।


আমরা যারা ফরেক্স শিখছি, তারা অনেকেই অন্য কিছু নিয়ে ও বিজি থাকি। যেমন অনেক ধরণের ফ্রিলান্সিং কাজ। দামি এবং গুণসম্পন্ন কাজ হলে ও সমস্যা আছে। যেমন তা হয় তো আপনার ফরেক্স এর শিখার পথে বাঁধা হয়ে দারাতে পারে। মানে সময় নষ্ট বা আরও সময় নিতে পারে। আর কম দামি, যেমন পি টি সি, ডাটা এন্ট্রি। এইরকম আরও আছে। এইগুলো তো আমার মতে ফরেক্স শিখা অবস্থায় একদম নিষিদ্ধ। আমার বাস্তব অভিজ্ঞতা বলি। আমি হাইপ এ ৫০০ $ ধরা খেয়ে নিঃস্ব হয়ে যাই । এর (২০ দিনের মতো হবে) আবার হাইপ এর ভুত মাথা-চারা দিয়ে উঠে আবার ইনভেস্টমেন্ট করি। কিন্তু এর দুইদিন পর লক্ষ্য করলাম আমার ফরেক্স শিখায় ব্যাঘাত ঘটছে। এবং ভালো ভাবেই। অনেকেই বলতে পারেন হাইপ তো শুধু ইনভেস্ত করে রাখলেই হয়। আর তো কোন কাজ নেই। কিন্তু বাঘের মুখে মাংস রেখে কি সেই মাংসের চিন্তায় শান্তিতে থাকা যায় ? এইরকম পি টি সি গুলো দিয়ে যে রকম ইনকাম হয় তার চেয়ে সময় আরও বেশি অপচয় হয় । মাসে ১-২-৩ $ ইনকাম দিয়ে আপনার পেট ভরবে না মন ভরবে ? কিছু ই না । আর চেয়ে দেখা যায় কি হচ্ছে ? আপনি আপনার সময় টা অপচয় করছেন। আপনি যদি ফরেক্স শিকতে শিকতে বিরক্ত বোধ করেন তবে গান শুনেন, ছবি দেখেন, অথবা HTML,PHP এইগুলো শিখেন । এই গুলো শিক্ষা আপনার অনলাইন ক্যারিয়ার টা কে আরও দীর্ঘ ও মজবুত এবং ইনকাম মুখর করবে। আর জানেন ই তো , ফরেক্স যে ভালো ভাবে পারে তার কাছে আর যাই হোক, টাকা কোন সমস্যা না। সুতরাং আপনি কেন আপনার গুরুত্বপূর্ণ সময়টা স্কেম সাইট এর পিছনে কাটাবেন ? পরে একসময় আপনার মন ই অনলাইন থেকে উঠে যেতে পারে !
আমিও একসময় পি টি সি, ডাটা এন্ট্রি, মাইক্রোওয়ার্কার্স, মিনিটওয়ার্কার্স, মিনিজবস, এই গুলতে কাজ করতাম। কি পেয়েছি ? যা পেয়েছি তার চেয়ে সময়টা বেশি অপচয় হয়েছে বলে আমার মনে হয়। আপনার যদি অনলাইন এ কোন কাজ থাকে যার ইনকাম এর উপর আপনি নিরভরশিল, তা আপনি করতে পারেন। কিন্তু অযথা অন্য সামান্য ইনকামের পিছনে ছোটা টা আমি মুর্খামি বলে ই মনে করি। আপনি যদি ভালো কাজ পারেন তবে ওই কাজ গুলো ফরেক্স শিখার পাশাপাশি করতে পারেন । একটা কথা বলি, কাজ জানেন না অথচ অনলাইন এ ইনকাম করবেন, তা ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ কসুম কল্পনার শামিল। ফরেক্স পাশাপাশি যদি অন্যকিছু করতে চান তবে তার ইনকাম যেন শক্ত ও অধিক দীর্ঘ হয় সেই দিকে লক্ষ্য রাখবেন।
আমি আমার মত কথা বললাম। এখন কানে নেওয়া না নেওয়া আপনার ব্যাপার ।


--------------------------------------------------------------------------------------------------------------------------
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে।।
হবে, হবেই দেখা, দেখা হবে বিজয়ে ।।  
 ==================================================
তারপর ও যদি আপনার হ্যাঁ হয়, অর্থাৎ আপনি যদি সত্যি ই ফরেক্স শিখতে চান তবে 
চলুন সামনে এগিয়ে যাই